হাকিম মোল্লা, সীতাকুণ্ড টাইমস ঃ
অনন্দঘন উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ডে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম -০১ (মিরশ্বরাই – সন্দ্বীপ সীতাকুণ্ড-চসিক আংশিক) আবারও সদস্য নির্বাচিত হয়েছেন আ ম ম দিলসাদ।
সীতাকুণ্ড প্রিজাইডিং অফিসার মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৫ উপজেলার মতো সীতাকুণ্ড উপজেলা হলরুমে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়।
চলে এক টানা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে দ্বিতীয় বারের মতো সীতাকুণ্ড থেকে আবারো জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আ ম ম দিলসাদ।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শওকতুল আলম (হাতি মার্কা) পেয়েছেন ৬৬ ভোট। আ ম ম দিলসাদ (অটোরিকশা) পেয়েছেন ৭৭ ভোট। মোট ভোটার ১৪৩জন।
চেয়ারম্যান প্রার্থী এটিএম পিয়ারুল ইসলাম (আনারস) ভোট পেয়েছেন ১৪১ ভোট। অপর প্রার্থী নারায়ন রক্ষিত
(মটরসাইকেল), সংরক্ষির মহিলা সুরাইয়া বাকের ( দোয়াত কলম) ৭৭., রৌশন আরা বেগম (হরিন) রত্না ২৭, ইয়াছিমিন (কাকলি) ২৭, নাজনীন আক্তার ফুটবল ১০ ভোট পেয়েছেন।
ফলাফলের পরপরই সামাজিক যোগযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঝর তোলে সীতাকুণ্ডবাসী। জনসাধারনের ভালবাসাই সিক্তহন নবনির্বাচত জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।