সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় সাগর উপকূলে অবস্থিত আরব গ্রীণ শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়ে ইয়ার্ডের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ভুমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। শুক্রবার সকালে গ্রীন ইয়ার্ডটি পরিদর্শনে গিয়ে ইয়ার্ডের জরুরী চিকিৎসা ইউনিট, বর্জ্য সংরক্ষণাগার, এসবেস্টস সংরক্ষণাগার, নিরাপদ পানির প্লান্ট, শ্রমিকদের গোসলখানা,ওয়াশব্লক,খাওয়ার কক্ষ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জাকিয়া সুলতানা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিঙ্কু .এন আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আরব গ্রীনশিপ ইয়ার্ডের স্বত্বাধিকারী নুর উদ্দিন রুবেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।