সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / করোনা আমাদের কি ম্যাসেজ দিচ্ছে!!

করোনা আমাদের কি ম্যাসেজ দিচ্ছে!!

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
করোনাকে নিয়ে একটি কাল্পনিক লেখা সীতাকুণ্ডের বিশিষ্ট লেখক মনওয়ার সাগর এর ফেসবুক থেকে নেওয়া স্ট্যাটাস টি হুবুহু তোলে ধরলাম।

কি অসম্ভব সুন্দর সত্য কথা। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন🤲 আস্তাগফিরুল্লাহ,, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এটি একটি কল্পিত কনভারশেসন হলেও এতে চমৎকার মেসেজ রয়েছে।আমার মেসেঞ্জারে পাঠানো Saif Kamal ভাইয়ের মেসেজটির সাথে সংযোজন করে লেখাটি পোস্ট করলাম।
আপনার মোবাইল /কম্পিউটার হ্যাংগ হয়ে গেলে যেমন রিস্টার্ট এর প্রয়োজন হয়,করোনাও তেমনি পৃথিবীকে রিস্টার্ট দিচ্ছে।আমার বিশ্বাস লেখাটি পড়ার পর আমরা আসল মেসেজ পাবোঃ

প্রশ্ন : আসলে তুমি কে?
করোনা : আমি তো আমার মহান মালিকের হুকুম মাত্র।
প্রশ্ন : কে তোমার মালিক?

করোনা : যিনি তোমার মালিক তিনিই আমার মালিক। মহান আল্লাহ্ তয়ালা ।
প্রশ্ন : মানুষ তোমাকে অনেক ভয় করছে তুমি চলে যাও।
করোনা : মানুষ কি আমাকে দেখেছে?
প্রশ্ন : না দেখেনি।
করোনা : আমাকে না দেখেই এত ভয় করছে? মানুষ তো আল্লহ্ কেও দেখেনি কই আল্লাহ কে তো ভয় করে না।
আমি আল্লাহর সৃস্টি মাখলুক আমার ভয়ে গোটা দুনিয়া গৃহবন্দী তবে তো আল্লাহর ভয়ে মানুষের সিজদা থেকে ওঠার কথা নয়।

প্রশ্ন : সারা দুনিয়া কে তুমি গৃহবন্দি করলে কেন?

করোনা : যেদিন সিরিয়া, আফগান,ফিলিস্তিন, চিনের ওইঘর মুসলিম দের গৃহ বন্দী করা হলো হত্যা করা হলো, মুসলিম মেয়েদের বেপর্দা করা হলো,
ভারতের বাবরি মসজিদ ভাংগা হলো, সেদিন তুমরা দুনিয়া বাসিরা কি করছিলা বলো কেনো প্রতিবাদ করলা না?

প্রশ্ন : তুমি কেনো আসছো?

করোনা : আল্লাহর হুকুমে পুরো পৃথিবী টাকে আমি একটা রিস্টার্ট মারবো যেমন তোমরা কম্পিউটার এ বা মোবাইলে মেরে থাকো।
প্রশ্ন : এতে কি লাভ হবে?

করোনা :
১.পৃথিবীর যাবতিয় পাপ কাজ কমে যাবে।
২. ডি.জে ক্লাব বন্ধ, নাইট ক্লাব, প্রস্টিটিউশন বন্ধ।হত্যা কমে যাবে।
৩.মুসলিম দেশ গুলোর ওপর হত্যা জুলুম বন্ধ।
৪. বায়ু দুষন বন্ধ হয়ে যাবে,পরিবেশ এর সুরক্ষা হবে।
৫.আমি অবিশ্বাসি দের জন্য ভয়ের আর বিশ্বাসিদের জন্য সাধারণ সর্দি কাশি,
বিত্তবান আর সম্পদ ওয়ালারা সম্পদের পাহাড় গড়েছে, অথচো দান, সদকা করেনি। তাদের সম্পদ তারা সম বন্টন করছে না।
দরিদ্ররা নির্যাতিত। আমার জন্য গোটা দুনিয়ায় অর্থ সংকট হবে এতে অনেক বিত্তবান ধনী ফতুর হবে।

আমার আসার কারন অনেক তার মাঝে
১.মানুষ কে তার মৃত্যুর কথা স্বরণ করানো।
২.আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করা।

প্রশ্ন : তুমি তো শুধু জীবন নিচ্ছ জীবন ফিরিয়ে দিচ্ছ কই?
করোনা : চিনের উইঘুরের মুসলিম নিধন কমেছে।
সিরিয়া,আফগান যুদ্ধ থেমেছে।

প্রশ্ন : তুমি আর কতো জীবন নিবে? আনেক ভয়ে আছে সবাই।
করোনা :যাদের হায়াত শেষ তাদের আর কেনো তোমরা কি বিশ্বাসী নও যে মহান আল্লাহ যখন যে ভাবে মৃত্যু দিবেন সেভাবেই হবে।কুল্লু নাফসিন জায়েক্বাতুল মউত। আমাকে ভয় না করে আল্লাহ কে ভয় করো।
৫ ওয়াক্ত নামাজ আদায় করো।
আল্লাহর জিকির করো।
নবী করিম সা: এর সুন্নত মতো চলো।
সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো,

মনে রেখো এই ২০২০ সালে আল্লাহ আমার মত অদৃশ্য এক মাখলুক পাঠিয়ে মানুষ কে শিক্ষা দিয়েছেন তাদের বানানো বিশাল যুদ্ধ বিমান,পারমানবিক বোমা কিছুই করতে পারছে না। কাজেই বাহাদুরি জমিনে নেই ওই আসমানের বাদশা এক আল্লাহ তিনি যখন যাকে যে ভাবে খুশী সে ভাবে মৃত্যু দিতে পারেন আবার তিনিই জীবন দাতা কারো কিছু করার নাই।
আল্লাহর কাছে কী নিয়ে হাজির হবেন? তওবা করেছেন?কলেমা জানেন? যাকাত আদায় করেন? দান সদকা করেন? নিজেকে শুধরে নেয়ার জন্য এখনও সময় আছে।আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।বেশী বেশী করে আমল করার তৌফিক দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *