নিজস্ব প্রতিবেদক,১৩ জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)_
বাড়বকুন্ড ভোলাইপাড়া গ্রামে আসামী ধরার নামে কয়েকটি ঘরে পুলিশ জোরপূর্বক ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটতরাজ করেছে বলে অভিযো পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে সীতাকুন্ড থানার এসআই শফি ও এএসআই শফিউল আজমের নেতৃত্বে একদল পুলিশ কোরবান আলীর বাড়ীতে তছল আহম্মদ নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে ধরার জন্য তল্লাশি চালায়। এসময় আসামীর ঘর ছাড়াও আশপাশের বাসিন্দা মোঃ ছালেক, মোঃ আলী‘র ঘরে প্রবেশ করার জন্য চেষ্টা করলে ঘরের সদস্যরা কাকে চাইছেন জিজ্ঞাসা করলে? তারা তছলকে চাচ্ছেন বলেন জানায়। এরা তছলের ঘর নয় পুলিশকে জানালে পুলিশ ক্ষিপ্ত হয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের লোকজনকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় পুলিশ মোঃ আলীর ঘরের বাক্স ভেঙ্গে কিস্তির জন্য রাখা ৭ হাজার টাকা নিয়ে নেয়। তাছাড়া মোঃ ছালেক মেয়ে জেসমিন(১৬)কে মারধর করেছে বলে অভিযোগ করেন সে। ইতিপূর্বেও পুলিশ তার ঘরে প্রবেশ করে ৮৫ হাজার টাকা লুট করে নেয়। ঘটনা শুনার পর শনিবার সকাল ১১টায় স্থানীয় চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, মানবাধিকার সীতাকু- উপজেলা শাখার সভাপতি আবুবক্কর ও ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবী জানান। এব্যাপারে এসআই শফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্যের ঘরে লুকিয়ে আছে সন্দেহ করে আশেপাশে অভিযান চালান। দরজা খুলতে না চাইলে তাদের সঙ্গে একটু বাড়াবাড়ি হয়। তবে ভাংচুর লুটতরাজের অভিযোগ সত্য নয়।