সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কুমিরায় আইসিটি মামলায় ছাত্রী উত্ত্যক্তকারী আউয়াল গ্রেফতারঃ ৩দিনের রিমান্ড

কুমিরায় আইসিটি মামলায় ছাত্রী উত্ত্যক্তকারী আউয়াল গ্রেফতারঃ ৩দিনের রিমান্ড

সীতাকুণ্ড টাইমস প্রতিবেদকঃ

সীতাকুণ্ড কুমিরায় ছাত্রীকে উত্ত্যক্তকারী এক যুবককে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার কুমিরা ইউনিয়ন হতে যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক কাজী আবদুল আউয়াল (২৪) কুমিরা ইউনিয়নের দেলী পাড়া গ্রামের কাজী আলা উদ্দিনের পুত্র। জানা যায়, বখাটে যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে একই এলাকার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে কুমিরা ইউনিয়নের এই বখাটে যুবক। দীর্ঘদিন ধরে যুবকের উত্ত্যক্ততায় অতিষ্ট হয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানা মামলা দায়ের করা হয়। এরপর কুমিরা বাজার এলাকা হতে যুবককে আটক করে পুলিশ। ছাত্রীর পরিবার অভিযোগ করে বলেন, ‘এলাকার বখাটে ছেলেটি রাস্তায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতে থাকে আমাদের মেয়েকে । এ ঘটনায় গত এক বছর পূর্বে অভিযোগ করা হলে মুছলেখা দিয়ে ছেলেকে রক্ষা করে তার পরিবার। কিন্তু গত কয়েকদিন ধরে আবারো একাধিক ফেইসবুক আইডি ব্যবহারের মাধ্যমে এডিট করে বাজে ও অশ্লীল ছবি পোষ্ট দিয়ে থাকে সেই বখাটে যুবক। পরবর্তীতে ঘটনার বর্ণনার মাধ্যমে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ বখাটেকে আটক করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে বিষয়ে মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, অনেকদিন যাবৎ কলেজ ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে বখাটে যুবক। ইতিমধ্যে বিয়ের খবর পেয়ে নানা ফেইসবুক আইডির মাধ্যমে অশ্লীল ছবি অনলাইনে পোষ্ট করছে বখাটে এই যুবক। এ ঘটনায় মামলার তথ্য-উপাত্তের ভিত্তিতে যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। আদলত বখাটের তিন রিমান্ড মঞ্জুর করেচছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *