সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডের কুমিরা রয়েল গেইটে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫/৪০বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে।
স্থানীয় সুত্রে জানাযায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়েল গেইট এলাকায় অাজ রাত ৮ টায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ১ ব্যক্তি (পুরুষ)৩৫ নিহত হয়েছে। ধারনা করা হচ্ছে ট্রাকের চাকায় মাথা ও মুখমণ্ডল পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এ পথচারীর মৃত্যু হয়েছে। তার পড়নে পুরানো প্যান্ট ও গায়ে পুরানো শার্ট পরিহিত ছিল বলে কুমিরা হাইওয়ের ভারপ্রাপ্ত অাইসি মাহাবুব জানিয়েছে। গাড়ীটি অাটক করা সম্ভব হয়নি। তিনি দূর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়ীতে নিয়ে এসেছে বলেন জানান।