সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কুমিরায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুমিরায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

সমাজ যতদিন মাদকমুক্ত না হবে ততদিন সমাজে সন্ত্রাসমুক্ত হবে না,সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যার যার এলাকা থেকে মাদকমুক্ত করতে হবে,তারপর সমাজে সন্ত্রাস নির্মূল সহজ হবে। গতকাল রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা ৩নং ওয়ার্ডের দক্ষিন মসজিদ্দা যুব সমাজ আয়োজনে মাদকমুক্ত সমাজ চাই দাবীতে এক সমাবেশ ও র ্যালী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) মোঃ আলমগীর।

স্হানীয়  সামাজিক সংগঠন উদ্দীপ্ত কাফেলার পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক আলীর সভাপতিত্বে ও মোঃ নূরুল আনোয়ারের পরিচালনায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস মনির,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা,কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সমাজ কল্যান সম্পাদক মোঃ জসিম উদ্দীন, মোঃ মামুন,সাংবাদিক ফারুক আবদুল্লাহ,কুমিরা ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নূরুল মুক্তার মামুন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খুরশেদ আলম,যুবনেতা সালাউদ্দিন টিটু,মোঃ ইদ্রিস মিয়াসহ সর্বদলীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
আলোচনা শেষে সভাস্হল থেকে শুরু করে একটি মাদকবিরোধী র ্যালী ছোট কুমিরা বাজারে পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়।
অন্য বক্তারা বলেন,”কুমিরা প্রতিটা ওয়ার্ডে, পাড়ায় মাদকের ছড়াছড়ি,এর মূল নায়িকা হলো মাদক সম্রাজ্যী মিনু, তার বিশাল বাহিনী দিয়ে পুরো ইউনিয়ন মাদক সরবরাহ করে আসছে।আওয়ামীলীগ আমলে স্হানীয় চেয়ারম্যানের আশ্রয় প্রশ্রয়ে মিনু বিশাল মাদক আস্তানা গড়ে তোলে। মিনু মদ বিক্রয়ের টাকা দিয়ে আওয়ামীলীগের ১৮ জনকে হজ্বও করিয়েছে,মদ বিক্রয়ে যে বিরোধীতা করেছে তাকেই মিনু আক্তার মামলা দিয়ে হয়রানি করেছে চেয়ারম্যানের সহযোগীতায়। স্হানীয় অনেক তরুন মিনুর মিথ্যা মামলায় হয়রানি ও জেল খেটেছে। মাদক সম্মাজ্জ এই মিনুর আস্তানা আর থাকতে দেয়া যায় না। এতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *