সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কুমিরায় রমজানে দিনদুপুরে হোটেলে ভাত বিক্রি ঃ চেয়ারম্যানের অভিযান, গরিবদের মাঝে খাবার বিতরণ

কুমিরায় রমজানে দিনদুপুরে হোটেলে ভাত বিক্রি ঃ চেয়ারম্যানের অভিযান, গরিবদের মাঝে খাবার বিতরণ

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ কুমিরায় পবিত্র রমজান মাসে নামধারী কিছু মুসলিম দিনের বেলায় খুলে বসেছে হোটেল। যেখানে বিক্রি করছে ভাত। এমন খবর পেয়ে কুমিরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী আজ দুপুরে অভিযান চালিয়ে ৪/৫টি হোটেলের রান্না করা সকল মাছ মাংস ও ভাত নিয়ে আসে এবং দোকান গুলো বন্ধ করে দেই। পরীবর্তীতে এই খাওয়ার গুলো এলাকার গরীব মানুষের মাছে বিতরণ করে দেই।
কুমিরা ইউপির চেয়ারম্যান মোরশেদ চৌধুরী জানান রমেজানের সময় দিনের বেলায় কুমিরায় বেশ কয়েকটি খাবারের হোটেল খুলা রেখে ভাতসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার পর আজ সকালে,১১টায় সোনার পাড়া,রহমত পুর,রয়েল গেইট অভিযান চালিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী পরিষদে নিয়ে এসে গরীবের মাঝে বিতরন করি এবং ওদেরকে মৌখিকভাবে দিনের বেলায় হোটেল বন্ধ রাখতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *