সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
পাশের বাসায় খেলতে যাওয়া সৎ মায়ের বকুনি খেয়ে গলায় ফাঁস দিয়েছে ১২বছরের এক ছেলে।
সীতাকুণ্ড ছোটকুমিরা কাজি পাড়ার মাওলানা মাহবুব এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ছেলের নাম মেহেদী হাসান (১১)। সে বারৈয়ারহাট এর মিজান এর ছেলে। তারা দীর্ঘ দিন থেকে এ বাসায় ভাড়া থাকত।
স্তানীয় মেম্বার সেলিম জানায় আজ সকাল সাড়ে দশটার দিকে জানতে পারে একটা ছেলে ফাঁসিতে ঝুলে আছে। তিনি ঘটনাস্তলে এসে পুলিশকে খবর দেয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায় আজ সকালে পাশের বাসায় যাওয়াকে কেন্দ্র করে মেহেদীর সৎমা তাকে কেয়কটা থাপ্পর দিয়ে বকা দেয়। তখনি মেহেদি একটা রুমে দরজা বন্ধ করে ওড়না গলায় পেঁচিয়ে ফঁাস খায়। পরে জানালা দিয়ে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৩টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।