কুমিরা প্রতিনিধি,১২জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড কুমিরায় জলদাস পাড়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাংলা মদ বিক্রিকরার সময় ২জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় ১২জুলাই রাত সাড়ে ৮টার সময় কুমিরা সাগর উপকূল জলদাস পাড়ায় মদ বিক্রি করার সময় ২ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সীতাকুন্ড মডেল থানার এসআই নুরুল ইসলাম জানায় কুমিরা জেলে পাড়া থেকে মদ বিক্রির সময় অনিল জলদাস(৩০) পিতা- মৃত গোপাল জলদাস ও হরিলাল জলদাস (৩৬) পিতা মৃত বাদু চন্দ্র জলদাস কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা হবে। এদিকে স্থানীয়রা জানায় দীর্ঘদিন পর্যন্ত গ্রেফতারকৃতরা একটি সিন্ডিকেটের মাধ্যমে জেলে পাড়ায় মদের জমজমাট ব্যবসা করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনকে মাশোয়ারা দিয়ে দিন দুপুরে মদ ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। ফলে জেলেরা অল্প বয়স থেকেই মাদক সেবনে জড়িয়ে পড়ছে।