সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
আরাফা খাতুন বয়সের ভারে হাঁটতে পাচ্ছে না।চোখদুটো বটে এসেছে। লাঠি ভর করে কোনমতে কয়েকজনকে সাথে নিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে এসেছে তার উপর নির্যাতনের চিতৃর তুলে ধরতে। স্বামীর মৃত্যুর পর সামন্য ভিটার মালিক আরফা খাতুন। সামান্য ভিটাটি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চতুর প্রবাসীর স্ত্রী শাশুড়ী কে ঘরে রেখে চাল চতুরীর মাধ্যমে শাশুড়ীর সম্পত্তি লিখে নিতে না পারায় নির্যাতন করছে বলে অভিযোগ করেছে শাশুড়ী। শুদু তাই নই বৃদ্ধ শাশুড়ী নিজের জায়গায় ঘর তুলতে গিয়ে পুত্র বধু মনোয়ারা বেগম দাপট দেখিয়ে ঘর বাঁধা তে দিচ্ছেনা। বৃদ্ধ আরফাতা আরও অভিযোগ করে সাংবাদিকদের বলেন তার প্রবাসী পুত্রবধূ একটা ভিডিও করে অবরুদ্ধের নাটক সাজিয়ে ফেসবুকে ছেড়েছে। অথচ তার চলাচলের রাস্তা আছে ৫ফুট। সে আমার সামন্য সম্পদটা দখল করে নতুন রাস্তা বানাতে চাই। তিনি তার স্বামীর উপর পাওয়া সম্পত্তির উপর ঘর করে থাকতে চাই। প্রশাসনের কাছে তার আবেদন এটুকু।
স্থানীয় সূত্রে জানা যায়
সীতাকুণ্ড কুমিরায় নিজ স্বামী থেকে পাওয়া বৃদ্ধা শাশুড়ির জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ করেছেন ৯ সন্তানের জননী আরফা খাতুন (৭৫)। আজ বিকাল ৪টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন কুমিরা মছজিদ্দা দেলিপাড়ার কেরামত আলী কারিগর বাড়ির মৃত মো. গণির বৃদ্ধা স্ত্রী আরফা খাতুন। তিনি বলেন, তার কোনো ছেলে তাকে ভরণপোষণ দেন না, তাই তিনি আলাদা থাকেন। তার স্বামী থেকে পাওয়া সম্পত্তিতে ঘর তুলতে গেলে প্রবাসী ছেলের বউ মনোয়ারা বেগম বাধা প্রদান করে বিভিন্ন হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে অসহায় বৃদ্ধা আরফা খাতুন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিক ও প্রশাসনের সহায়তা কামনা করেন। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে উপস্থিত ছিলেন- মো. ইসমাইল, মো. হোসেন, আরিফ হোসেন, মো. হারেছ প্রমুখ।
Home / আইন আদালত / কুমিরায় ৯সন্তানের ঘরে থাকার জায়গা হচ্ছেনা বৃদ্ধা মায়েরঃ ঘরও করতে দিচ্ছেনা পুত্র বধূ