সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ গেইটে এলাকায় মোটসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনা স্থলেই ২ মোটরসাইকেল আরোহী গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় সূত্র জানাযায় বৃহস্পতিবার সকালে ফেনী থেকে মোটরসাইকেল করে কয়েকজন বন্ধু সীতাকুণ্ডে ঘুরতে আসে। তারা বিকালে ছোটকুমিরা আকিলপুর সী বিচে বেড়ানোর পর সন্ধ্যায় মোটর সাইকেল করে ২ বন্ধু ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায় জিপিএইহচ গেইট এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি উল্টো পথে আসা একটি ভ্যান গাড়িকে রক্ষ করতে গিয়ে ব্রেক করার চেষ্টা করে কিন্তু রাস্তার পাশে একটি বালুর স্তুপ থাকায় মোটরসাইকেলটি স্লিপ করে রাস্তায় পড়ে যায় । এসময় পেছন থেকে আসা দ্রুত কাভার্ডভ্যা তাদের চাপা দিয়ে চলে যায়। মোটরসাইকেল আরোহী ২জনেরই শরীর থেকে মাথা পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ২ পর্যটকরা হল ১। ইউনুছ (১৮), পিতা মোঃ সিরাজ, ছাগলনাইয়া ,ফেনী ২। মোঃ শাহ জালাল(১৯),ছাগল নাইয়া ,ফেনী। বারাউলিয়া হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।