সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
৪ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার এক প্রতিনিধি সভা কর্ণফুলী শিশু পার্কে লেক ভিউ ক্লাবে অনুষ্ঠিত হয়।
সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জনাব ইকবাল হুসাইন এর সঞ্চালনায় এবং জনাব মুমিনুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন সাহেব। আলোচনায় অংশ গ্রহণ করেন, জনাব তপন ধুম,জনাব সাগর চৌধুরী (পটিয়া),জনাব সেলিম নেওয়াজ (বাঁশখালী),জনাব আলাউদ্দিন ফটিকছড়ি), জনাব সেলিম উদ্দিন (হাটহাজারী) ,জনাব শাহরীয়ার চৌধুরী (চাঁদগাও),জনাব শুক্লা মজুমদার (কোতোয়ালি), জনাব আবুল কালাম (মিরসরাই),জনাব মো মহসিন (সীতাকুণ্ড),জনাব হারুনুর রশিদ,প্রমুখ।