সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / নির্বাচনী ইশতেহারে শিশু ও যুববান্ধব নগর গড়ার জন্য চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থীকে ইপসার প্রস্তাবনা

নির্বাচনী ইশতেহারে শিশু ও যুববান্ধব নগর গড়ার জন্য চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থীকে ইপসার প্রস্তাবনা

সীতাকুণ্ড টাইমস প্রতিবেদক ঃ
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী ইশতেহারে শিশু ও যুবদের ভাবনা অন্তভুক্তিকরণে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর নিকট গতকাল সুনির্দিষ্ট প্রস্তাবনা পেস করেন স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।এইসময় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অত্যন্ত মনোযোগ সহকারে শিশু ও যুবদের প্রস্তাব শুনেন এবং মন্তব্য করেন অধিকাংশ প্রস্তাবই খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ। যেহেতু শিশু ও যুবরাই আগামীদিনের দেশ গড়ার কারিগর সেহেতু শিশু ও যুববান্ধব নগরের আবশ্যকতা রয়েছ, তাঁদের জন্য সবুজ,পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়া হবে আমার অঙ্গীকার। ইপসা,সেভ দ্য চিলড্রেন, একশন এইড সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেস করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার নির্বাচনী ইশতেহারে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও আশ্বস্ত করেন।এই সময় উপস্থিত ছিলেন ইপসার ব্যবস্থাপক (আরবান রেজিলিয়েন্স) ফারহানা ইদ্রিস,প্রয়াস-২ প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার ( ভারপ্রাপ্ত) প্রকল্প কর্মকর্তা আতাউল হাকিম আরিফ, মিডিয়া ব্যবস্থাপক মোঃ মোহন, ওসমানি গনি সহ শিশু ও যুবদলের ৩০ জন সদস্য।উল্লেখ্য যে অন্যান্য প্রার্থীদের নিকটও একই প্রস্তাবনা করবেন ইপসার শিশু ও যুবদল এর সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *