সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে প্রাথমিক শিক্ষক সমিতি নেতার কবর জিয়ারত

সন্দ্বীপে প্রাথমিক শিক্ষক সমিতি নেতার কবর জিয়ারত

সাইফুল ইসলাম ইনসাফ,সীতাকুণ্ড টাইমসঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সভাপতি মাস্টার মোঃ জামাল উদ্দিনের কবর জিয়ারত করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গত ৩০ আগস্ট সকালে মগধরাস্থ পারিবারিক কবরস্থানে যান সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষক নেতা। তাঁরা কবর জিয়ারত শেষে বিশেষ দোয়া ও আলোচনায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন সমিতির অর্থ সসম্পাদক মাওঃ প্রঃশিঃ আব্দুল হান্নান।সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বেলাল উদ্দিনের নেতৃত্বে এতে আলোচনায় অংশ নেন সমিতির সাঃ সম্পাদক রিদোয়ানুল বারী বাহার, সর্ব শিক্ষক নেতা মোঃ আনোয়ার হোসেন, তাহমিনা বেগম, আব্দুল হান্নান, মাওঃ রবিউল আলম,জয়নাল আবেদীন মোঃ আলমগীর,দিদারুল আলম,রেজাউল করিম, আরিফ হোসেন, প্রঃশিঃ মুনির উদ্দিন, সাইফুল ইসলাম ইনসাফ, মহিউদ্দিন শাহজাহান, জহিরুল ইসলাম, শান্তি লাল মজুমদার, মোঃ ইউনুস, মনির হায়দার, আবুল কাসেম মনির উদ্দিন প্রমুখ। পরে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে যান। এছাড়া সন্দ্বীপের বিভিন্ন স্থানে সমিতির পক্ষ থেকে তিনটি শোক প্রকাশ করে ব্যানারও টানানো হয়। উল্লেখ্য তিনি গত ২৮ অক্টোবর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে জনপ্রিয় শিক্ষক নেতা জামাল উদ্দিন স্যার ইন্তেকাল করেন। তিনি সন্দ্বীপের উত্তর মগধরা পরে হাজেরা ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেন। শেষে সন্দ্বীপ আনন্দ পাঠশালায় প্রতিষ্ঠা কাল হতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বারবার উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবনে নানা সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরুষ্কার, সম্মাননা, অভিনন্দন পত্র, ক্রেস্ট উপহার সামগ্রী পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীর প্রতীক কর্ণেল (অবঃ) দিদারুল আলম ফাউন্ডেসন সম্মাননা লাভ করেন। তিনি অত্যন্ত কর্মঠ, সৎ, বিনয়ী, নিবেদিতপ্রাণ, অতিথি পরায়ন একজন দরদী, মহৎ, অনুকরণীয় সাদা মনের মানুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি সন্দ্বীপের প্রাথমিক শিক্ষাস্তরের অপুরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *