সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
“”উৎসবের রঙের রঙিন “” এই স্লোগানকে লক্ষ্য রেখে তৃতীয়বারের মত পুনর্মিলন করতে যাচ্ছে ফৌজদার হাট কে এম উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের ব্যাচ। আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর ৩দিন ব্যাপী পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত “কক্সবাজার” এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০০৩ সাল ব্যাচের শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সাহেদ কাদের। তিনি বলেন, পুনর্মিলন মানে একত্রিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। এইবার তিনদিন ব্যাপী সফরে রেজিস্ট্রেশন ফি ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে থাকছে , পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতামুলক অনুষ্ঠান, রক্তদান শীর্ষক সেমিনার, স্কুলের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । যোগাযোগ : সাহেদ কাদের <> ০১৬৭২-৫৩৮১০৪ মাসুদ<> ০১৮৩০-১১৩৬৫২