নিজস্ব প্রতিবেদক,২২মার্চ(সীতাকুন্ড টাইমস)- রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয় সূত্রেজানাযায় আজ মঙ্গলবার সকাল ৯টায় বাঁশবাড়িয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লোকাল মাইক্রোবাস মাদ্রাসার ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মাইক্রোবাসকে ধাওয়া করে ছোটকুমিরায় আটক করে। আহত সুমাইয়া আখতার স্থানীয় বাঁশবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী । মাদ্রাসার সহসুপার জানায় প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে শত শত ছাত্র-ছাত্রী রাস্তা পাড় হচ্ছে। আমরা কর্তপক্ষকে বাঁশবাড়িয়ার বাজারের উপর একটি ফুটওভার ব্রীজ করার জন্য দাবী জানিয়েছি। বাঁশবাড়িয়া বাজারের ফুটওভার ব্রীজ স্থাপন বিষয়ে বর্তমান চেয়ারম্যান শওকতআলী জাহাঙ্গীর জানায় তিনি চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।