সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাঁশবাড়িয়ায় স্থগিত ইউপি নির্বাচনের দুই কেন্দ্রে ভোট গ্রহণ ৩০ নভেম্বর

বাঁশবাড়িয়ায় স্থগিত ইউপি নির্বাচনের দুই কেন্দ্রে ভোট গ্রহণ ৩০ নভেম্বর

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃঃ
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থগিত হওয়া ২ ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক মার্কার শওকত আলী জাহাঙ্গীর এবং বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের, ব্যালট পেপার ছিনতাই ও জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগে দুটি কেন্দ্রে স্থগিত হয়।

ইউনিয়নের ৯ ওয়ার্ডের মধ্যে ৩ নম্বর বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং ৫ নম্বর ওয়ার্ড বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রের ভোট স্থগিতের কারণে ওই ইউনিয়নে ভোটের ফলাফল স্থগিত রাখেন নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর ভোট গ্রহণের পর চেয়ারম্যান ও দুটি ওয়ার্ডের নারী ও সাধারণ সদস্যদের ফলাফল ঘোষণা হবে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই ইউনিয়নের স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফলাফল ছাড়া বাকি সাত কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ৩ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরীর চেয়ে এগিয়ে আছেন।

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বদ্ধীতায় ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *