সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাঁশবাড়িয়া থেকে হাইওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশবাড়িয়া থেকে হাইওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃঃ
সীতাকুণ্ডে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ সজীব মোল্লা (৩৫) নামক এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। হাইওয়ের এসপি রহমত উল্লাহ আরো জানান, বুধবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চেক পোষ্ট স্থাপন করে হাইওয়ে পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সজীব মোল্লা নামক এক পথচারীকে দায়িত্বরত এস.আই আলমগীর হাসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী করলে তার কাছে লুকিয়ে রাখা ৩২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব নড়াইলের সদর থানার রাম চন্দ্রপুর গ্রামের দাউদ মোল্লার পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *