সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামের সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত (পুরুষ) লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সাগরের জোয়ারের পানিতে একটি অর্ধগলিত লাশ ভেসে উপকুলে আসলে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশের নিকট হস্তান্তর করে।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ নাছির উদ্দীন বলেন, গাউছিয়া কমিটির সহায়তায় সাগর উপকূল থেকে একটা লাশ উদ্ধার করেছি। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ১৫/২০ দিন আগের হবে। লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।