কামরুল ইসলাম দুলু:৮ জুন
চট্টগ্রামের সীতাকুন্ডে একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে নামার সময় শেকল ছিড়ে পড়ে মোঃ আলমগীর (৪০) ও মোঃ আনিছ (৩০) নামে দুই শ্রমিক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয় আরো এক শ্রমিক।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলাধীন বারআউলিয়া এলাকায় (লস্কর) শীপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে । তবে নিহতদের ঠিকানা এখনো জানা যাইনি। ইয়ার্ডের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ইফতারি সময় হয়ে যাওয়াতে শ্রমিকরা জাহাজ থেকে নামার সময়
জাহাজে উঠানামা চেইনটি হঠাৎ করে ছিড়ে যায়, এতে জাহাজের উপর থেকে বেশ কয়েকজন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পঙ্কজ বড়ুয়া
জানান, উপজেলাধীন বারআউলিয়া লস্কর শীপ ইয়ার্ডে ইফতারি করার জন্য জাহাজ থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়, তাৎক্ষনিক ভাবে অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। সীতাকুন্ড মডেল থানার এস আই সাইফুল্লাহ দূর্ঘটনার কথা নিশ্চিত করেন।