সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‘অসুস্থ’ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বদরুল আলম বিএসসি,ওয়ার্ড যুব দলের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ফারুক সওদাগর ও ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো.শামসুদ্দোহা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আলম বলেন,দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে বিএনপি’র দলীয় নেতাকর্মীর পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।