সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ডে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় যুবক, তিনঘণ্টা পর লাশ উদ্ধার

বাড়বকুণ্ডে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় যুবক, তিনঘণ্টা পর লাশ উদ্ধার

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় এক যুবক। ওই যুবককে ৩ ঘন্টা পর মৃত উদ্ধার করা হয়।
নিখোঁজ মো. রিপন উদ্দিন (১৯) নামে ওই যুবক নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সদস্যরা।

বুধবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মো. রিপন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রিপন দুপুরের দিকে পুকুরে গোসল করতে নেমেছিল রিপন ও তার সহপাঠী বন্ধু। তারা দুজনে সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ পুকুরে ডুবে যায় রিপন। রিপনকে ডুবতে দেখে তার বন্ধু চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকতে থাকে। এরপর পানিতে নেমে ও জাল ফেলে খুজঁতে থাকে। অনেকক্ষণ পরও না পেয়ে দুপুর আড়াইটার দিকে মিলন নামের এক ব্যক্তি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম বিকাল সাড়ে ৩ টার সময় রিপনের লাশটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। তবে, আমাদের ইউনিটে কোন ডুবুরি নেই। তবুও সাহস করে আমাদের টিম নিখোজঁ যুবককে খুজঁতে পুকুরে নেমেছে। প্রায় ২০ মিনিট খোজাঁর পর আমাদের কর্মীরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *