নাছির উদ্দীন, সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুন্ডে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরন করেছে সামাজিক সংগঠন বিএসএফ। শুক্রবার বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ হতে সংক্ষিপত আলোচনা সভায় আয়োজন করা হয়। স্কুল হল রুমে পরিচালিত আলোচনা সভায় সভাপত্ত্বি করেন চট্টগ্রামস্থ সীতাকুন্ড সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুরিষ্ট পুলিশের ডিআইজি মোসলিম উদ্দিন।
এ সময় মঞ্চে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল চৌধুরী সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দে, ল্য়ান আলি আকবর জাসেদ, সমাজ সেবক ইউসুফ শাহ, ভাষানী করিম, ইফতেখার জুয়েল, বিএসএফ সংগঠনের সভাপতি মাহি চৌধুরী, সাধারষ সম্পাতক বখতিয়ার, অর্থ সম্পাদক আবদুল্লা আল মামুন, মুন্না, সাইফুল,পাবেল প্রমুখ।
অনুষ্ঠানে ভাল শিক্ষিত হতে হলে সবার আগে ভাল মানুষ হওয়ার উপদেশ দেন বক্তরা ভাল কাজে এগিয়ে আসলে অর্থের জন্য সমস্যা পোহাতে হয় না। তাই যে কোনো ভাল কাজে সবাই এগিয়ে আসলে সমাজ থেকে সকল খারাপ দুর হয়ে যাবে বলে বক্তব্যে উল্লেখ করেন এডিশনাল ডিআইজি মোসলিম উদ্দিন।
