সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড টাইমসঃ
বাড়বকুণ্ড বাজার ব্যবসায়ী কমিটি আজ বাজারের ব্যবসায়ীদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেছে।
শনিবার বিকালে বাড়বকু-স্থ কর্নফুলী মার্কেটের (৩য় তলা) বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে এ পরিচয় পত্র বিতরণ করা হয়। বাড়বকু- বাজার ব্যবসায়ী কমিটির আহব্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাড়বকু- ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।
তিনি বলেন,বাজারের প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব বহন করবে এ পরিচয় পত্র। পাশাপাশি এটি ভবিষ্যৎ বাজার কমিটির ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসবে। ব্যবসায়ীর স্বীকৃতি স্বরূপ পরিচয় পত্র তৈরীর এ উদ্যোগের জন্য তিনি বাজার ব্যবসায়িক কমিটির নেতাদের অভিননন্দন জ্ঞাপন করেন।
বাড়বকু- বাজার কমিটির সদস্য সচিব মো.ইউসুফের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ন-সদস্য সচিব মো.রাশেদ,অর্থ সচিব মো. ডশপন,আইন বিষয়ক সম্পাদক মো.জসিম উদ্দিন,সদস্য আবু তাহের,রিপন দাশ,শামছুল হুদা,ডা.দিপক রশ্মি সোম,ব্যবসায়ী হাবিবুর রহমান,রফিক সওদাগর ও ডা.রাজিব কুমার নাথ প্রমূখ। অনুষ্ঠানে বাজারের ৪১০ জন ব্যবসায়ীর মাঝে প্রথম পর্যায়ে ২১৩জনকে এ পরিচয় পত্র প্রদান করা হয়েছে।