সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার রাত ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইপাড়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা রাতে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তার কোন পরিচয় পাওয়া যায়নি।