আব্দুল্লাহ আল ফারুক, ৫ জুলাই (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা ৫জুলাই শুক্রবার রাত ৯টার সময় বাড়বকু- মান্দারীটোলা গ্রামের হাসমতআলী সেরাং বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সীতাকুন্ড ফায়ার সার্ভিস খবর পেয়ে আসার আগেই ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় মূল্যবান আসবাব পত্র ও নগদ টাকা সহ প্রায় ২৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আগুনে নুরুল আলম, জাহাঙ্গীর আলম, খুরশেদ আলম, ভুট্টু মিয়া, আরব আলী,কালু মিয়া সহ ১০ পরিবারের ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ আরব আলী জানায় তার ঘরে নগদ ১লক্ষ ৮০হাজার টাকাসহ মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে অনেকেই ধারনা করছে। সীতাকুন্ড ফায়ার সার্ভিস অফিসার জানায় খবর পেয়ে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তবে এতে বেশ কয়েকটি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।