মোঃ জাহেদ, ১৩ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে ২ সিএনজি অটোরিক্সা চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করেছে জনতা। বুধবার রাত ১১টার পর উপজেলার শুকলালহাটের মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রী বেশে সিএনজি অটোরিক্সায় উঠে গ্রামের দিকে চালককে যাওয়ার জন্য বললে চালক না গেলে শুরু হয় চালক ও চোরদের মধ্যে কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনতা ঘটনাটিটের পেয়ে ৪ চোরকে ধাওয়া করে ২ চোরকে গনধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এদের আটক করে। আটককৃতরা হলো মান্নান সওদাগরের বাড়ি উত্তর মাহমুদাবাদের শুকলালহাট আবদুল মান্নান সওদাগরের ছেলে মোঃ মিলন(৩০),ভূইয়া বাড়ির ধর্মপুর ছোটদারগারহাট বারৈয়াঢালার সিরাজুল ইসলামের পুত্র রুবেল(২৭)। সিএনজি অটোরিক্সার মালিক সেলিম উদ্দিন বাদী হয়ে সীতাকু-ের মডেল থানায় একটি মামলা করেছে। যার নংÑ২১। সীতাকু-ের মডেল থানার এস আই নূরুল ইসলাম বলেন গনধোলাইয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১ জনকে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন চোরকে জেল হাজতে প্রেরণ করি। এদের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগে একটি মামলা করা হয়েছে।