বাড়বকুন্ড প্রতিনিধি,১৮জুন(সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড বাড়বকুন্ড গালফ্রা হাবিব লিঃ এর ওয়ার্কাস ইউনিয়নএর প্রতিনিধি নির্বাচনে রহমান জাফর পূর্ণপ্যানলে জয়ী হয়েছে। গত ১৭ জুন নির্বাচনে শ্রমিক কর্মচারীরা ভোট দিয়ে আহম্মদের রহমানকে সভাপতি ও মোঃ জাফর ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। নির্বাচত অন্যান্য কর্মকর্তারা হলো সহ সভাপতি মির্জা রইছ উদ্দিন , যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব, প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, কোষাধক্ষ্য দিলীপ কুমার, মোঃ আবদুল শুক্কুর। নির্বাচনে কমিশনার ছিলেন মোঃ এনামুল হক প্রিজাইডিং অফিসার মোঃ আনোয়ারুল হক দায়িত্ব পালন করেছে।