সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ

বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

সীতাকুণ্ডে বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ।
দিবস উপলক্ষে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ প্রতি বছরের ন্যায় এবার রক্তদাতাদের উৎসাহ দিতে আজ সকাল সাড়ে দশটায় সীতাকুণ্ড পৌরসভা ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করে।
র ্যালীটি সীতাকুণ্ড পৌরসদর পদক্ষিণ কর কলেজ রোড হয়ে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সাংবাদিক নাছির উদ্দীন অনিক, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের এডমিন মোঃ-জাহিদুল ইসলাম রুমন,এলিট,আজগর,সাইফুল,কামরুল,
সদস্যমিশু,টিপু,আসলাম,শাকিল,প্রিন্স সহ অন্যান্য সদস্য বৃন্দ।

রক্তের বন্ধনে একত্র সবাই’ প্রতিপাদ্য নিয়ে ও ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’ এমনি স্লোগানে আজ সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *