নিজস্ব প্রতিবেদক, ১৮জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে দু,শ বোতল ফেনসিডিলসহ দু,মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। ১৮ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু,মাদক বিক্রেতা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদরের নিরঞ্জন দাশের ছেলে ইমন দাশ (৩০) ও নগরীর কোতোয়ালী থানার আলকরন এলাকার মৃত বাবুল দের ছেলে তাপস দে (৩৬)। র্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসে করে নগরীতে ফেনসিডিল আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধাওয়া করে উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু,শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।