মামুুনুর রশীদ,১৩এপ্রিল(সীতাকুণ্ড টাইমস)- সীতাকুণ্ড ভাটিয়ারীতে একটি পুকুরে ডুবে এক কন্যা শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাহি(২)। স্থানীয় সূত্রে জানা গেছে
আজ সকাল ১১ টায় উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের শামনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু (বি এমএ গেইটস্থ নোয়াখালি কলোনির) পোট লিংকের শ্রমিক মোঃ শিপনের মেয়ে। নিহত এ কন্যা শিশু ছাড়া তাদের আর কোন সন্তান নেই। জানা যায়,বেলা ১১ টার দিকে শিশুটি খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পুকুরে নেমে পড়ে। এক পর্যায়ে শিশুটি পুকুরে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা শিশুকে দেখতে না পেয়ে কলোনির আশপাশে খুঁজতে থাকে। অনেক খোজাঁখুজির পর এক পর্যায়ে এ শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন পানি থেকে উঠিয়ে বানুবাজার সাত্তার ডাক্তারের কাছে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রাহির স্থায়ী বাড়ি রংপুর বলে জানা গেছে।