সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
কোস্টাল জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ এর পক্ষ থেকে স্যানিটেশন ও আইন শৃংখলায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বরূপ হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড -২০১৭ লাভ করেছেন সীতাকুণ্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন। গত শনিবার (১১ নভেম্বর) ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
ঔদিন বিকাল ৪ টার সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে উক্ত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপ্রতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এম,পি, ভেজাল বিরোধী কর্মকর্তা রাজউক এর নির্বাহী ম্যাজিষ্টেট, যুগ্ন সচিব জনাব রোকুনউদদৌলাসহ প্রমুখ।
অভিনন্দন ঃ
কোস্টাল জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ এর পক্ষ থেকে স্যানিটেশন ও আইন শৃংখলায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বরূপ হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড -২০১৭ লাভ করায় ভাটিয়ারীর চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ।