সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সীতাকুণ্ড উপজেলাতেও একগুচ্ছ কর্ম পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
শনিবার (৮ জুন) সকাল থেকেই সীতাকুণ্ডে উপজেলা ভূমি অফিসে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন করা হয়। এর মধ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে ই-নামজারী, ভূমি উন্নয়নকরসহ নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানাতে এবং সহজে সেবা পেতে করণীয় সম্পর্কে অবগত করতে কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ। এতে আলোচনা করেন এসিল্যাণ্ড আলাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী দিনে এসিল্যাণ্ডের সাথে সরাসরি দেখা করে মূল দলিল, ওয়ারিশ সনদ, খাজনা দাখিলাসহ অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে নামজারি, মিছ কেসসহ অন্যান্য সেবা গ্রহণ করেন অনেকে। এসময় সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে দালালের দারস্থ না হয়ে সরাসরি ভূমি অফিসে এসে এসিল্যান্ডের সাথে কথা বলার অনুরোধ করেন ।