সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এর মাদাম বিবির হাটের জামায়াত নেতা নূর হোসেনের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এসময় তার ছোটভাই রবিউল হোসেন তাজুকে পিটিয়ে আহত করে।
বৃহস্পতিবার রাত ৩.০০ টায় এই ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মু কুতুবউদ্দিন শিবলীর নেতৃত্বে ভাটিয়ারী ইউনিয়ন আমীর মুশাররফ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি জমিরউদ্দীন, সলিমপুর ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দরা
সন্ত্রাসী হামলার ঘটনা পরিদর্শন করার জন্য বৃহস্পতিবার সকাল ১০ টায় নূর হোসেন এর বাড়ীতে যান।
এসময় জামায়াত নেতৃবৃন্দে বলেন এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুন্ড উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।