সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহেদ ইকবাল চৌধুরী সহ ৩জনকে দ্রুত বিচার আইনে একটি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার (৭মে) চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রবিউল আলম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত অন্য দুই আসামী হলেন- চেয়ারম্যান জাহেদ ইকবালের ভাই আসিফ ইকবাল চৌধুরী ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউল হক সুমন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কুমার বিশ্বাস বলেন, ‘২০১৭ সালে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় মিরসরাইয়ের এক চেয়ারম্যান ও মেম্বারসহ তিনজনকে ২ বছরের সাজা ও অনাদায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে পুলিশের সাথে সিএনজি অটোরিক্সা চলকদের সংঘর্ষ, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় মিরসরাই থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা (নং ১৪) দায়ের করা হয়। মামলায় চার্জশীটভূক্ত ২৭ আসামীর মধ্যে ২৪ জনকে খালাস দেয়া হয়েছে।
আদালত আদেশ শেষে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।