চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতিতে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছে আরও এক জন। জানা গেছে, তারা চারজনই স্কুলছাত্র এবং সম্পর্কে বন্ধু।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জনি (১৬), অষ্টম শ্রেণীর আকিব (১৪) ও ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম হাইস্কুলের ছাত্র ইমাম (১৬)।