সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মীরসরাইয়ে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি

মীরসরাইয়ে ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে ৫শতাধিক
অসহায়, গরীব ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫জানুয়ারী) সকাল ১১টা‌ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান সানির সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, এই সময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছালেহ আহমদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, মোঃ আজিজ, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোরশেদ, উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল, বিএনপির সব সময় জনগণের জন্যই রাজনীতি করে। আজকে আমাদের এই কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে থাকার চেষ্টা কর এসেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে।
” শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *