কুমিরা প্রতিনিধি. ৯জুলাই (সীতাকুন্ড টাইমস ডটকম)-
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ৯ জুলাই বিকাল সাড়ে ৫টায় কুমিরায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে। কুমিরা ছাত্র শিবিরের আয়োজিত এ স্বাগত র্যালীটি গুলআহমদ জুট মিলস গেইট থেকে শুরু হয়ে ছোট কুমিরা বাজারে শেষ হয়। র্যালি শেষে এক সভায় প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলী বলেন কুরাআন নাযিলের এ মাসে ইসলামী নেতৃবৃন্দদের মুক্তি না দিলে রামজানের শেষে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ছাত্রশিবির । তিনি আরও বলেন রমজান মাসেই দ্রব্য মূল্যের দাম সাধারন মানুষের নাগালে রাখতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ অশলীল বেহায়পনা বন্ধ করারও দাবী জানায় শিবির নেতারা। সভায় বক্তব্য রাখেন কুমিরা ছাত্র শিবিরের সভাপতি তারেকুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম,কুমিরা জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিল,শিবির নেতা রেজাউল করিম প্রমুখ।