সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, অগ্রণী,লিবার্টি, ইম্পেরিয়াল সিটি এর অক্টোবর সেবা মাস পালন

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, অগ্রণী,লিবার্টি, ইম্পেরিয়াল সিটি এর অক্টোবর সেবা মাস পালন

এম কে মনির, সীতাকুণ্ড টাইমসঃ

সবার উপরে মানবতা এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী,লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি এর উদ্যোগে ও লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড,লিবার্টি এর সহযোগিতায় অক্টোবর সেবা মাস পালন করা হয়েছে। ২৩ অক্টোরব শুক্রবার দিনব্যাপী সীতাকুণ্ডের পন্থিছিলা মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও উত্তর বাঁশবাড়িয়া নাথপাড়া রক্ষা কালী বাড়ি মন্দিরে পৃথক দুটি অনুষ্ঠানে এ সেবা মাস পালন করা হয়।এ উপলক্ষে লায়ন্স ক্লাবগুলো খাদ্য, শিক্ষা উপকরণ বিতরণ, মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি,বস্র বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫বি৪ এর কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি লায়ন জেলার জোন চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব মোঃ নুরুল আবছার।অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, লায়ন মোঃ কামাল উদ্দিন,হাজী মোঃ ইউসুফ শাহ,পৌর কাউন্সিলর ও মেয়র প্রার্থী আলহাজ্ব মাইমুন উদ্দিন মামুন, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লিবার্টি ক্লাবের লায়ন মোঃ আফসার উদ্দিন,লায়ন মোঃ শওকত আলী চৌধুরী, সীতাকুণ্ড ক্লাবের লায়ন আলহাজ্ব একেএম মছিউদ্দৌল্লা, লায়ন জিয়া উদ্দিন বাবলু, লিও জোন ডিরেক্টর লিও আরাফাত,লিও ক্লাব অব লিবার্টি সভাপতি লিও জিল্লুর রহমান শিবলী, সেক্রেটারী লিও ফখরুল ইসলাম সোহেল, জয়েন্ট সেক্রেটারি লিও এম কে মনির, সীতাকুণ্ড লিও ক্লাবের লিও জিয়াউল হক আরিফ,লিও সাদেক,লিও হামিদ হোসাইন,লিও ইয়াসিন, লিও ফিরোজ,লিও সালাউদ্দিন রুবেল,হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ১৫০ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ, সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য, মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি লায়ন আশরাফুল আলম আরজু বলেন,লায়ন্স ক্লাব বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন। সবার উপরে মানবতা এই স্লোগানকে বাস্তবায়নে লায়ন্স নেতৃবৃন্দ সবসময় আন্তরিক। জাতি, ধর্ম,বর্ণ-নির্বিশেষে সকলের তরে সেবা নিয়ে লায়ন্স ক্লাব প্রস্তুুত রয়েছে। লায়ন্সের সেবার ধারা ভবিষ্যৎেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় লায়ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উত্থাপিত দুজন রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *