বাবলা মিয়া,সীতাকুণ্ড টাইমসঃ
ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির উদ্যেগে হালিশহর, মইন্যাপাড়াই আজ সকাল ১০ টায় শুরু হওয়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প,ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস টেস্ট কর্মসূচী সম্পন্ন হয়েছে।
উক্ত প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২৬ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর জনাব আবুল হাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ নুরুল আলম বাচ্চু, রিজিউনাল চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ, প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন NEHRF এর কেন্দ্রীয় সভাপতি আবদুল আজিজ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ আব্দুল মান্নান, জেলা চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিশিষ্ঠ সংগঠক বেগম রোখসানা মাহবুব,
কেন্দ্রীয় মহা-সচিব মোঃ আব্দুল মান্নান,
লায়ন মোঃ মজিবুল হক সোহেল, লায়ন মোঃ এনায়েত উল্লাহ্, লায়ন মোঃ শাহজাহান,লায়ন এস.এ. থানাসী, লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও মাহী চৌধুরী, লিও মোঃ আরাফাত, লিও লির্বাটি সভাপতি লিও মোঃ ইয়াকুব, লিও মো জাহেদ হোসেন আজাদ, NEHRF ডবলমুরিং থানা সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট মো: অাশ্রাফুল অালম ভূঞা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন লায়ন কাজী আলী আকবর জাসেদ,ক্লাব সভাপতি-লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি।
সঞ্চালনা করেন- লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সেক্রেটারি, লায়ন্স ক্লাব অব চিটাগাং লির্বাটি।
এছাড়াও সহযোগিতায় ছিলেন লিও ক্লাব অব চিটাগাং লির্বাটি, লিও ক্লাব অব চিটাগাং মাহানগর ও লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের একঝাঁক সেচ্ছাসেবী ও NEHRF এর অন্তত ২৫ জন মানবাধিকার কর্মী।
উক্ত মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী প্রায় ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ, বলাড গ্রুফিং, ডাইবেটিকস্ পরিক্ষা করে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং লির্বাটি।