সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / লায়ন মহিউদ্দিন প্রেসিডেন্ট, লায়ন রায়হান সেক্রেটারী, লায়ন আরফান ট্রেজারার নির্বাচিত ঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের কমিটি গঠিত

লায়ন মহিউদ্দিন প্রেসিডেন্ট, লায়ন রায়হান সেক্রেটারী, লায়ন আরফান ট্রেজারার নির্বাচিত ঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের কমিটি গঠিত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের কমিটি গঠিত হয়েছে । এতে প্রেসিডেন্ট হিসেবে লায়ন মোহাম্মদ মহিউদ্দিন এমজে এফ, সেক্রেটারী হিসেবে লায়ন মোহাম্মদ আবু রায়হান এবং ট্রেজারার হিসেবে লায়ন শেখ আরফান উল্লাহ ভূইয়া নির্বাচিত হয়েছেন । লায়ন ডাঃ মেহফুজা রাজ্জাক সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও এলসিআইএফ কোঅর্ডিনেটর , লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকু ১ম সহ সভাপতি ও লিডারশীপ চেয়ারপার্সন, লায়ন মুহাম্মদ তারিকুল আলম ২য় ভাইস প্রেসিডেন্ট , লায়ন জাহেদুল আলম সাকিব ৩য় ভাইস প্রেসিডেন্ট, লায়ন মোঃ শাহনেওয়াজ আহমেদ জয়েন্ট সেক্রেটারী (এডমিন), লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান জয়েন্ট সেক্রেটারী (প্রজেক্ট), লায়ন মুরাদুল হক জয়েন্ট ট্রেজারার (এডমিন), লায়ন মোহাম্মদ মিজানুল করিম জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট),লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ ক্লাব পরিচালক ও মেম্বারশীপ চেয়ারপার্সন, লায়ন আবু হানিফ লিটন সার্ভিস চেয়ারপার্সন, লায়ন মোঃ মাহবুবুর রহমান মার্কেটিং এন্ড কমিওনিকেশন চেয়ারপার্সন, লায়ন ডাঃ মোহাম্মদ ওয়াসিফ হামিদ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, লায়ন মোহাম্মদ সোলায়মান লায়ন টেমার, লায়ন আর্সেল আজিম মোহন টেইল টুইস্টার, লায়ন নুরুল আফসার জুয়েল সেফটি অফিসার নির্বাচিত হয়েছেন । এছাড়াও লায়ন নুরুল আরশাদ চৌধুরী লিও ক্লাব এডভাইজর ও ক্লাব পরিচালক, লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ ক্লাব পরিচালক, লায়ন মোহাম্মদ রোসাঙ্গীর ক্লাব পরিচালক, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী ক্লাব পরিচালক, লায়ন আহমেদ সাইফুদ্দিন চৌধুরী মিন্টু ক্লাব পরিচালক, লায়ন মনজুরুল আহসান চৌধুরী ক্লাব পরিচালক, লায়ন মুসলেহ উদ্দিন মনসুর ক্লাব পরিচালক, লায়ন হুমায়ন কবির চৌধুরী কাঞ্চন ক্লাব পরিচালক, লায়ন জহির উদ্দিন মোহাম্মদ বাবর খান ক্লাব পরিচালক, লায়ন মোহাম্মদ জহির আহমেদ ক্লাব পরিচালক, লায়ন আবদুল হামিদ চৌধুরী ক্লাব পরিচালক , লায়ন মোঃ আসিফ উদ্দিন ভূইয়া ক্লাব এডমিনিস্ট্রেটর ও ক্লাব পরিচালক, লায়ন মোস্তফা কামাল ভূইয়া জুয়েল ক্লাব পরিচালক, লায়ন কাশেম শাহ ক্লাব পরিচালক,লায়ন আবদুল মতিন ক্লাব পরিচালক, লায়ন ডাঃ এস.এম, সাদিক হোসাইন এমজেএফ ক্লাব পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন । পাশাপাশি এই কমিটি আগামী ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের লায়ন্স জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ এর কল “শেয়ার এন্ড কেয়ার ”বাস্তবায়নে কাজ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *