সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড পৌরসদরের শিবপুর গ্রামবাসীর আয়োজনে হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় মাঠে ২নভেম্বর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান ছিলেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট মিড়িয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইয়াহ্ ইয়া তাকী (ঢাকা)। তিনি বলেন বাংলাদেশে বিগত ১৬বছর মানুষ করআনের কথা সাহস করে বলতে পারেনি। ফ্যাসীবাদি সরকার তাফসির মাহফিল করতে দেয়নি। আজ বাংলার মানুষ গ্রামে গ্রামে তাফসীর মাহফিলের আয়োজন করছে আর কুরআনের আলোচকরা প্রাণ খুলে আলোচনা রাখছে। আসুন আমরা কুরআন বুঝে তেলাওয়াত করি। আর সেই কুরআনের আলোকেই আমরা দেশ গড়ি। তিনি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা সুরক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সকল অন্যায় অত্যাচার,বৈষম্য দূর করে সুন্দর বাংলাদেশ গঠনে এগিয়ে আসত হবে সবাইকে।।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, হাফেজ মাওলানা মাহবুবুল আলম।
অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও নুর মোস্তফা মিন্টুর সঞ্চালনায় মাহফিল উদ্বোধন করেন হাফেজ মাওলানা শাহ নেওয়াজ। কুরআন নিয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা আশরাফ প্রমুখ।