সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / শীতলপুর যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৪ শ্রমিক অগ্নিদগ্ধ

শীতলপুর যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৪ শ্রমিক অগ্নিদগ্ধ

সীতাকুণ্ড টাইমস ডেস্ক :
সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে হাজ্বী লিয়াকত আলী’র মালিকানাধীন অবস্থিত যমুনা স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম জানান, সকালে যমুনা স্টিলে কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাসের আগুন থেকে চার শ্রমিক দ্বগ্ধ হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য অগ্নিদগ্ধ হয়েছে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন, নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৫), বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শীতলপুর সাগর উপকূলে অবস্থিত যমুনা ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজে শ্রমিকরা কাজ করার সময় একটি টাংকি বিস্ফোরিত হয়। এসময় জাহাজে আগুন ধরে যায়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কম্পিত হয়ে যায় এবং কালো ধুঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আকাশ। আগুনে চার শ্রমিক দগ্ধ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সীতাকুণ্ডে যমুনা জাহাজ ভাঙ্গা কারখানায় আগুনের ঘটেছে আহত অবস্থায় ৪জন হাসপাতালে আনা হয়েছে। তাদের ​মধ্যে সোহেল রানা ও জাহিদকে ৩৬নং বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে এবং অপর দুইজনকে ২৬নং অর্থোপেডিক্স সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *