সাইফুল ইসলাম ইনসাফঃ সন্দ্বীপ
সন্দ্বীপের রহমতপুরে তড়িতাহত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম রনজিত কুমার দাস(৬৫)। সোমবার সকাল দশটায় রহমতপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
জানাযায়, অবসরপ্রাপ্ত ওই শিক্ষক সোমবার সকালে নিজের বসতঘরে চাউল গুড়ো করার সময় ব্লেন্ডার মেশিন থেকে তড়িতাহত হয়ে আহত হন। দ্রুত আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাঃ রনজিত কুমার দাস মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে ছাত্রছাত্রীসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি, শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ, রহমতপুর লোকনাথ ব্রহ্মচারী মন্দির, গীতা শিক্ষা পরিষদ সহ সন্দ্বীপের বিভিন্ন ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।