সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ, চট্টগ্রাম।
মিথ্যা মামলায় প্রবাসে অবস্থানের দীর্ঘ নয় বছর পর সম্প্রতি সন্দ্বীপে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইউএসএ প্রবাসী, সন্দ্বীপের কৃতি সন্তান সমাজ সেবক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। তিনি প্রথমে দলীয় নেতা কর্মিদের সাথে সাক্ষাৎ, পথ সভা ও গণ সংযোগ করেন। তিনি আজ ৭ সেপ্টেম্বর সন্দ্বীপের আনন্দ পাঠশালা গেইটস্থ বে ভিউ গার্ডেনের হলরুমে এক মত বিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজে একত্রিত হন। সন্দ্বীপ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতা কর্মি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও সোস্যাল এক্টিভিস্টগণ সভায় অংশগ্রহণ করেন।
সন্দ্বীপ প্রেসক্লাব
সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সেক্রেটারী ও দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি মোঃ ওমর ফয়সাল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন – চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সালেহ নোমান, বিএনপি নেতা নুরুল ইসলাম শামীম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সিঃ সহ সভাপতি সাইফুল
ইসলাম ইনসাফ, বর্তমান সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, সহ সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সহ সভাপতি এম. এ হাশেম, সহ সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, কার্যকরী সদস্য ইসমাইল হোসেন মনি, খাদেমুল ইসলাম, সন্দ্বীপ রিপোর্টাস ক্লাবের সভাপতি চারু মিল্লাত, সাঃ সম্পাদক মো: আবদুল কাইউম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ সুমন, সাঃ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, অনলাইন সাংবাদিক ফছিউল আলম, সিহাব উদ্দিন, সোশ্যাল এক্টিভিস্ট নজরুল নাঈম প্রমুখ।
সভার অতিথি বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সন্দ্বীপের নিবেদিতপ্রাণ সমাজমনস্ক সন্তান, যুক্তরাস্ট্র প্রবাসী
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন
উপস্থিত বক্তাদের মতামত সম্বলিত সন্দ্বীপের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগের সাথে শোনেন। শেষে তিনি বলেন নিজ অবস্থান থেকে আপনাদের সকলের সহযোগীতা নিয়ে সন্দ্বীপবাসীর সেবা করে যাব, নৌযাতায়াত ব্যবস্থার উন্নয়ন, উপযুক্ত স্থানে শীঘ্রই ডাবল লেইন রাস্তাসহ ফেরী যোগাযোগ স্থাপন, ঘাট সিন্ডিকেট সমস্যার সমাধান সহ সন্দ্বীপের সীমানা জটিলতার অবসান ঘটানোর জন্য কাজ করবো। তিনি কোম্পানীগঞ্জ সড়ক প্রতিষ্ঠা, হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাস ও মাদক মুক্ত সন্দ্বীপ গড়ার ইচ্ছা প্রকাশ করেন, এসময় তিনি সকলকে প্রতিহিংসার রাজনীতি পরিহারেরও আহবান জানান।
তিনি বলেন -সাংবাদিকরা জাতির বিবেক, তাঁরা সঠিক পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন, অতীতে তারা মুক্ত সাংবাদিকতা
করতে পারেননি, ৫ আগস্ট ছাত্র জনতার- গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় ও স্বাধীনতা এসেছে তাতে আমরা আপনারা সবাই মুক্ত- স্বাধীন। তিনি বলেন আগামীতে দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে দেশের উন্নয়নে, সন্দ্বীপের উন্নয়নে, সন্দ্বীপের বিরাজমান সকল সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে কাজ করবো।