সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ থেকে ঃ
সন্দ্বীপের সাড়ে ৪ লক্ষ মানুষের জীবন ও সম্পদ বাঁচানো ও ব্লক বেড়িবাঁধ বন্ধের কাজ অবিলম্বে শুরুর দাবীতে বেসরকারি সংগঠন এসডিআই সিসিআর প্রজেক্ট ও দাতা সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে
২৮ নভেম্বর, বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৩ টায় হরিশপুর নাজির সাঁকোর পশ্চিমে বেড়িবাঁধের নিচে
স্থানীয় নারী-পুরুষের সম্মিলিত উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসডিআই সিসিআর প্রজেক্টের কমিউনিটি মবিলাইজার বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মো: কামাল হোসেন। বক্তব্য রাখেন- সন্দ্বীপ পৌরসভা জাতীয়তাবাদী দল( বিএনপি ‘ র) যুগ্ম আহবায়ক
মাহবুবুল আলম শিমূল,সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর আহবায়ক মো: আকবর হোসেন, সন্দ্বীপ পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি সফিউল আজম ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ সুমন
প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন- এসডিআই উপজেলা প্রোগ্রাম অফিসার মো: ওমর ফারুক, এসডিআই সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী মো: সিরাজ উদ্দৌলাসহ স্থানীয় বিভিন্ন পেশার নারী ও পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন- সন্দ্বীপ একটি সাগর বেষ্টিত দ্বীপভূমি, এর নিরাপত্তায় চতুর্দিকে প্রায় ৩৩ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে ৪ টি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছিলো, কিন্তু অজ্ঞাত কারনে ঠিকাদাররা প্রায় ১১ কিলোমিটার বেড়িবাঁধের কাজ করে আজ দু ‘ বছর ধরে লাপাত্তা , ফলে সন্দ্বীপের ৪ লক্ষ মানুষ আজ চরম ঝুঁকি ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তাই দ্বীপবাসীর জানমাল রক্ষায় বক্তারা অবিলম্বে এ বাঁধের
কাজ বিশেষ করে ঝুঁকিপ্রবণ এলাকায় ব্লক বেড়িবাঁধ নির্মাণকাজ অবিলম্বে শুরু করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।
সেই সাথে নতুন জেগে ওঠা চর রক্ষায় লোনা বেড়ী বাঁধ তৈরী করে আবাদযোগ্য ভূমিতে পরিণত করারও জোর
আবেদন জানানো হয়।