সাইফুল ইসলাম ইনসাফ,সন্দ্বীপ থেকেঃ
২২ সেপ্টেম্বর সকালে সন্দ্বীপ প্রেস ক্লাবে মিলনায়তনে গাছুয়ার যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সেবক মনিরুজ্জামান চৌধুরী শিমুলের পক্ষে দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, প্রেসক্লাব সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, দপ্তর সম্পাদক আলি হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন জনাব চৌধুরীর এ অনুদান সমাজে পিছিয়ে থাকা কিছু মানুষের কল্যাণে বিশেষ সহায়ক হবে। তার অন্যান্য অবদানসমুহ সন্দ্বীপের দানশীল ব্যক্তিদের অনুপ্রাণিত করবে।