সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে শিক্ষকদের যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ সমাপ্ত

সন্দ্বীপে শিক্ষকদের যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ সমাপ্ত

সন্দ্বীপ প্রতিনিধি,সীতাকুণ্ড টাইমস ঃ
সম্প্রতি সন্দ্বীপ উপজেলা রিসোর্স সেন্টারে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে “অভীক্ষাপদ প্রণয়ন” বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণে যোগ্যতাভিত্তিক টার্ম যেমন-জ্ঞান,অনুধাবন,প্রয়োগ,উচ্ছতর দক্ষতা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। কারণ বর্তমানে যোগ্যতাভিত্তিক/সৃজনশীল প্রশ্নের আলোকে শিক্ষার্থীদেরকে যাচাই করা হচ্ছে। সুতরাং যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র তৈরী করতে হলে এ বিষয়গুলি বিবেচনায় রাখতে হবে । তবেই যোগ্যতাভিত্তিক প্রশ্ন তৈরী করা যাবে এবং শিক্ষার্থীদেরকে প্ঠাদানের সময় উক্ত বিষয়গুলো মাথায় রেখেই পাঠদান করতে হবে। ফলে শিক্ষার্থীরা মুখস্থনির্ভর না থেকে বিষয়টি অনুধাবন করে বাস্তবজীবনে প্রয়োগ করে লাভবান হবে। সুতরাং এরকম একটি প্রশ্নপত্র তৈরী করতে হলে একজন শিক্ষককে প্রাসংগিক খুঁটিনাটি সব কিছু নখদর্পনে থাকতে হবে । দাঁড়ি, কমা,বানান ভুল,অন্য যে কোন ভুল, এমনকি ছাপানোর ভুল সবক্ষেত্রেই একজন আদর্শ প্রশ্নকর্তার দায়বদ্ধতা রয়েছে। এ প্রশিক্ষণে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া খাতা কাটার নিয়ম-কানুন,পরীক্ষার হলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। সুতরাং প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ । প্রশিক্ষণটি শিক্ষকদের খুবই কাজে আসবে বলে জানান। মুছাপুর উত্তর-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ সামশুল আলম বলেন-প্রশিক্ষণটি জানার চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। যুগোপযোগী,মানসম্মত যেগ্যতাভিত্তিক প্রশ্নপত্র তৈরী করতে হলে প্রাসংগিক সব তথ্যপত্র পড়ে,বুঝে,পুর্বপ্রস্তুতি নিয়ে তবেই প্রশ্নপত্র তৈরী করতে হবে। প্রশিক্ষক ছিলেন ইন্সট্রাকটর মোঃ রুহুল আমীন এবং উপজেলা শিক্ষা অফিসার(ভার.) মোহাম্মদ মাঈন উদ্দীন।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *