সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ থেকে ঃ
সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগকে সুসংগঠিত ও নেতা কর্মীদের মাঝে গতি সৃষ্টির লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বিকাল ৫ ঘটিকার সময় মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন। সভা সঞ্চালনা করেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মহব্বত বাঙ্গালী।
সভায় বক্তারা বলেন দীর্ঘদিন সভা না হওয়ার কারনে নেতা কর্মীদের মাঝে স্থবিরতা সৃষ্টি হয়েছে। তাই সংগঠনের কার্যক্রম গতিশীল করতে প্রতি তিনমাসে একটি সভা করা উচিত এবং যারা নিসক্রিয় বা দলীয় সিদ্ধান্তের সাথে একমত হয়ে কাজ করছে না তাদের ব্যাপারেও আমাদের নতুন করে ভাবতে হবে। দলের শৃঙ্খলা রক্ষার জন্য এটা খুবই জরুরী বিষয়। তাই আমরা আজ একত্রিত হয়েছি। আপনারা সবাই নতুন উদ্যম নিয়ে দলের সমর্থক বাড়াতে কার্যকরী ভূমিকা রাখতে হবে।